‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ ডিসেম্বর ২০২২

৬:৫২:২৩ PM
1331045

ফারদীন আত্মহত্যা করেছে- গোয়েন্দা পুলিশ; পরিকল্পিত হত্যাকাণ্ড, দাবি পরিবারের

বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে খুন করা হয়নি বরং তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে, গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে, ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, ফারদিনের মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিলনা, ধস্তাধস্তিরও আলামত নেই। তার মোবাইল ও টাকা পকেটেই ছিল হাতে ঘড়ি ছিল কোনকিছু খোয়া যায়নি। তবে,পুলিশের তদন্তকে প্রত্যাখ্যান করে ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন দাবি করেন,তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর, এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

এদিকে, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনা তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশের প্রচেষ্টায় সন্তুষ্ট হলেও এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত বা পরিষ্কার নন তার সহপাঠীরা। সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন বুয়েটের ৪০ জনের মতো শিক্ষার্থী। প্রায় তিনঘণ্টা ডিবি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকালে তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ফারদিনের সহপাঠীদের ডেকে নিয়ে যায় ডিবি। সেখানে তাদের তদন্তে পাওয়া বিভিন্ন আলামত দেখান ডিবি কর্মকর্তারা। সেগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে কিছু শিক্ষার্থীর কাছে। তবে তারা বলছেন, ঘটনাক্রম প্রাসঙ্গিক মনে হলেও ফারদিন নিজে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন সেটি পরিষ্কার নয়। সেখানে গ্যাপ রয়ে গেছে। অবশ্য এই গ্যাপ নিয়ে ডিবি সামনে আরও কাজ করবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে। #

342/