‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩১ ডিসেম্বর ২০২২

৪:২০:১৫ PM
1334740

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের সাবেক প্রধান ধর্মগুরু ষোড়শ বেনেডিক্ট ৯৫ বছর বয়সে মারা গেছেন। ভ্যাটিকানের বাসায় আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় বেনেডিক্টের।

তিনি ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট আজ সকাল ৯টা ৩৪ মিনিটে মেটার ইক্লেসিয়া আশ্রমে মারা গেছেন।’

শেষ শ্রদ্ধার জন্য তার লাশ ২ জানুয়ারি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হবে।

কয়েক দিন আগেই বর্তমান পোপ ফ্রান্সিস সাবেক পোপের অসুস্থতার কথা জানিয়ে দোয়া চেয়েছিলেন।

১৯২৭ সালের ১৬ এপ্রিল জার্মানির মার্কটলে ষোড়শ বেনেডিক্টের জন্ম। তার আসল নাম জোসেফ রেটজিঙ্গার। ২০০৫ সালে তার ৭৮ বছর বয়সে ভ্যাটিকানের পোপ নির্বাচিত হন। তিনি পোপ থাকাকালীন গির্জায় শিশু নির্যাতনের নানা ঘটনা সামনে আসতে থাকে। এর ফলে তিনি বিতর্কের মুখে পড়েছিলেন।#

342/