‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৪ জানুয়ারী ২০২৩

৬:৪২:৪৬ PM
1336018

আমেরিকার দেয়া হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস, ২৫০ সেনা নিহত

ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় ইউক্রেন ও বিদেশি ভাড়াটে ২৫০ সেনা নিহত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। রুশ মন্ত্রণালয়ের তথ্য মতে- দোনেস্ক অঞ্চলের দ্রুজকোভকা রেলস্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিজাইল হামলা চালায়।

রাশিয়ার সেনারা গতকাল দোনেস্ক এলাকার ক্রামাতর্স্ক শহরেও হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রামাতর্স্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩০ জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হয়। দ্রুজকোভকা রেলস্টেশনে রুশ হামলায় ১২০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়া সেনারা অন্তত নয়টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

দোনেস্ক অঞ্চলের মেকিয়েভকা শহরে ইউক্রেনের সেআদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হওয়ার পর রাশিয়ার সেনারা পাল্টা হামলা চালালো।#

342/