‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৯ জানুয়ারী ২০২৩

৩:৪৫:১৯ PM
1337199

এপিএ'র বৈঠকে যোগ দিতে ইরানি স্পিকারের তুরস্ক সফর

ইরানের পার্লামেন্ট মজলিসে শুরার স্পিকার আজ তুরস্ক সফরে গেছেন। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি বা এপিএ'র ১৩তম বৈঠকের মূল পর্বে যোগ দিতে তিনি দু'দিনের সফরে তুরস্ক যান।

ইরানি সংসদের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র আবু ফজল আমুয়ি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ইরান প্রেসের সংসদ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান দু'দিনের এই সফরে মজলিসে শুরার স্পিকার মুহাম্মাদ বাকের কালিবফের সঙ্গে মজলিসে শুরার অধিকাংশ সদস্য রয়েছেন। তুরস্কের আনতালিয়ার টাইটানিক মার্দান প্যালেস হোটেলে এপিএ'র চার দিনব্যাপী ওই শীর্ষ বৈঠকের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

গতকাল থেকে চলমান এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি'র ওই বৈঠকে বাকের কালিবফ আগামিকাল বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। ১১ জানুয়ারি শেষ হবে এপিএ'র এই শীর্ষ বৈঠক।

এপিএ'র চলতি অধিবেশনে তুরস্ক, ইরান, আজারবাইজান প্রজাতন্ত্র, সৌদি আরব, তিমুর-লেস্তে, তুর্কমেনিস্তান এবং ইয়েমেন-এই সাত দেশের পার্লামেন্ট স্পিকাররা যোগ দিয়েছেন। স্পিকারদের পাশাপাশি চারজন ডেপুটি স্পিকার, ২৫ জন অংশগ্রহণকারী সদস্য এবং ৫ জন অংশগ্রহণকারী পর্যবেক্ষক এই বৈঠকে যোগ দিয়েছেন।

২০০৬ সালে এসোসিয়েশন অব এশিয়ান পার্লামেন্টারি ফর পিস বা এএপিপি'র  সপ্তম অধিবেশনে এপিএ গঠিত হয়। সে সময় এর সদস্য সংসদ ছিল ৪২ এবং পর্যবেক্ষক সদস্য ছিল ১৬। এশিয়াসহ বিশ্বশান্তির লক্ষ্যে মতামত, চিন্তা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি ফোরাম হিসেবে এই জোটটি গঠিত হয়েছিল। প্লেনারি, এক্সিকিউটিভ কাউন্সিল, ব্যুরো অব দ্য অ্যাসেম্বলি, কমিটি এবং সেক্রেটারিয়েট নিয়ে এপিএ গঠিত।#

342/