‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৬ জানুয়ারী ২০২৩

৫:১২:১৬ PM
1338999

ইসরাইলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারনা শহীদ সোলাইমানির: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারনা প্রথম উত্থাপন করেছিলেন ইরানের সন্ত্রাস-বিরোধী শহীদ কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি। তিনি তার পরিকল্পনা চূড়ান্ত করে তার বাস্তবায়নও করে গেছেন।

হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মাহমুদ কামাতি এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আজ নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার নিয়ে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার যে প্রস্তুতি নিতে পেরেছে তা শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রচেষ্টা ও উদ্যোগে সম্ভব হয়েছে।

কামাতি রোববার বৈরুতে এক বক্তব্যে আরো বলেন, “শহীদ সোলাইমানি ইসরাইলকে ঘিরে ফেলতে চেয়েছিলেন এবং তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করে গেছেন। লেবানন ও গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা একান্তই জেনারেল সোলাইমানির।”

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।

মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস [দায়েশ] নির্মূলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেনারেল সোলাইমানি।#

342/