‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২০ জানুয়ারী ২০২৩

৭:৪৪:৫১ PM
1339720

রুশ হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দিচ্ছে আমেরিকা, তবে ট্যাঙ্ক নয়

রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুনকরে ইউক্রেনের জন্য আড়াইশ' কোটি ডলারের সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

এই প্যাকেজের আওতায় ৯০টি স্ট্রাইকার কমব্যাট গাড়ি বা সাজোয়া গাড়ি ও ৫৯টি ব্র্যাডলি সাজোয়া গাড়িসহ প্রচুর গোলা-বারুদ দেওয়া হবে। রাশিয়া বারবারই বলছে, এ ধরণের সামরিক সহযোগিতা ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। যুদ্ধ টিকিয়ে রাখতেই এমন সাহায্য দেওয়া হচ্ছে বলে মস্কো মনে করে।

আমেরিকার নয়া প্যাকেজে বহু ভারী যুদ্ধ সরঞ্জাম দেওয়ার কথা বলা হলেও ট্যাঙ্ক সরবরাহের কথা উল্লেখ করা হয়নি। আমেরিকার বক্তব্য, আব্রামের মতো অত্যাধুনিক ট্যাঙ্ক এখন ইউক্রেনের পক্ষে ব্যবহার করা কঠিন। এই ধরনের ট্যাঙ্ক চালানোর জন্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের প্রয়োজন।

গত কয়েক দিন ধরে জার্মানি ও আমেরিকাসহ মিত্র দেশগুলোর কাছে ট্যাঙ্ক চেয়ে আসছে ইউক্রেন। এর জবাবে জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস বলেছেন, আমেরিকা ইউক্রেনকে আব্রাম ট্যাঙ্ক দিলেই কেবল জার্মানি তাদের লিওপার্ড-২ ট্যাঙ্ক ইউক্রেনের হাতে তুলে দেবে।

আমেরিকার সর্বশেষ প্যাকেজে ট্যাঙ্কের কথা না থাকায় জার্মানিও একই পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে। #

342/