‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২১ জানুয়ারী ২০২৩

৬:৩১:২৭ PM
1340036

মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন কেন?

রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের দুই কিলোমিটার পূর্বে সেন্ট্রাল মস্কোর একটি ভবনের ছাদে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া, মস্কো রিভারের তীরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের ছাদেও মোতায়েন করা হয়েছে পান্তশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেখে মনে হচ্ছে- মন্ত্রণালয়ের প্রধান ভবনের ছাদে শুক্রবার বিমান প্রতিরক্ষা অস্ত্র দেখা গেছে।  

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে এ সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে যান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। মস্কো হামলার শিকার হতে পারে- এমন চিন্তা থেকে রাশিয়া উদ্বিগ্ন কিনা জানতে চাইলে পেসকভ বলেন, বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

তিনি বলেন, সাধারণভাবে তারা দেশের বিশেষ করে রাজধানীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সে কারণে তাদের কাছেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা ভালো।” এ বিষয়ে এএফপি জানতে চাইলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয় নি।#   

342/