‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৪ জানুয়ারী ২০২৩

৫:০৪:৪৯ PM
1340743

‘রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে ইরান’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ প্রতিনিয়ত অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করে যাচ্ছে। তিনি আরো বলেছেন, নানা ক্ষেত্রে দু’দেশের সক্ষমতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থ রক্ষা করার কাজে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে।

ইরান সফররত রুশ পার্লামেন্ট দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিনের সঙ্গে গতকাল (সোমবার) তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। রায়িসি বলেন, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় তার দেশ। তিনি বলেন, বাণিজ্য, জ্বালানি, ট্রানজিট ও পরিবহনসহ নানা খাতে দু’দেশের বহুমুখি সম্ভাবনা রয়েছে যা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার কাজে ব্যবহার করা সম্ভব।

সাক্ষাতে দুমার স্পিকার বলেন, প্রেসিডেন্ট রায়িসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে উদ্যোগ নিয়েছেন তার ভিত্তিতেই তেহরান ও মস্কোর সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

ইরান ও রাশিয়ার যৌথ সংসদীয় উচ্চ কমিশনের তৃতীয় বৈঠকে অংশ নিতে ভিয়াচেস্লাভ ভলোদিন রোববার রাতে তেহরানে পৌঁছান।#


342/