‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৫ জানুয়ারী ২০২৩

৭:৪২:৫০ PM
1341156

ইরান-সিরিয়া সম্পর্কের ভিত্তি প্রতিরোধের চেতনা: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ চেতনার উপর ভিত্তি করে সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক গড়ে উঠেছে। ইরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে ইরান দামেস্কের পাশে থাকবে।

তিনি বলেন, ইরান-সিরিয়া সম্পর্ক হচ্ছে কৌশলগত এবং অভিন্ন বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত যার মূলে রয়েছে দুই দেশের জনগণের প্রতিরোধের স্পৃহা। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে সিরিয়ার প্রকৃত বন্ধু কারণ সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সময় ইরান সিরিয়ার জনগণ ও সরকারের পাশে দাঁড়িয়েছিল। এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন এবং সিরিয়ার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়ার সশস্ত্র বাহিনীর প্রাণপণ লড়াই এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন প্রেসিডেন্ট রায়িসি। 

বৈঠকে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে সিরিয়া এখন শক্তিশালী এবং তারা সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই অব্যাহত রাখবে।

ইরান ও সিরিয়ার শত্রুরা দ্বিপক্ষীয় সম্পর্ক বানচাল করার জন্য সব সময় সুযোগের সন্ধান করে বলেও তিনি উল্লেখ করেন। তবে দুই দেশের বন্ধুত্বের শেকড় অনেক গভীরে থাকায় তা শত্রুদের পক্ষে সম্ভব হবে না বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন।#

342/