‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৭ জানুয়ারী ২০২৩

২:৪৭:৩৩ PM
1341396

ইরাকের কুরমুর গ্যাস ক্ষেত্রে আবারও রকেট হামলা; তুরস্কের গোয়েন্দা বাহিনীকে সন্দেহ

ইরাকের সোলাইমানিয়া প্রদেশের কুরমুর গ্যাস ক্ষেত্রে আবারও হামলা হয়েছে। গ্যাস ক্ষেত্রে অন্তত দু'টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

কুরমুর গ্যাস ক্ষেত্রটি হচ্ছে কুর্দিস্তান অঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রগুলোর একটি। এখান থেকে ইরাকের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের গ্যাস চাহিদা পূরণ করা হয়। গত বছরও সেখানে তিন দফা রকেট হামলা হয়। সংযুক্ত আরব আমিরাতের দু'টি কোম্পানি সেখানে পুঁজি বিনিয়োগ করেছে।

কুর্দিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে নিউজ পোর্টাল বাগদাদ আল ইয়াউম জানিয়েছে, আজ খুব ভোরে গুরুত্বপূর্ণ এই গ্যাস ক্ষেত্রে রকেট হামলা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কুর্দিস্তানের স্থানীয় প্রশাসন হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।

ইরাকের প্রভাবশালী সংগঠন কাতায়িব হিজবুল্লাহ'র মুখপাত্র জাফার আল হোসাইনি বলেছেন, তুরস্কের গোয়েন্দা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই হামলা চালিয়ে থাকতে পারে।#

342/