‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ابنا
শনিবার

২৮ জানুয়ারী ২০২৩

৫:২৬:৪৮ PM
1341729

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৭ ইসরাইলি নিহত

অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরের একটি সিনাগগের বাইরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি করে সাত ইসরাইলি অভিবাসীকে হত্যা করেছেন। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চালানো ওই হামলায় আরো বহু ইহুদিবাদী আহত হয়েছে।

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় নয় ফিলিস্তিনি শহীদ হওয়ার একদিন পর সিনাগগে এ হামলা চালানো হলো। হামলাকারী ফিলিস্তিনিকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনারা।

গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনাকে স্বাগত জানিয়ে বলেছে, জেনিনে দখলদার সেনাদের সাম্প্রতিক হামলার পাশাপাশি দখলদার ইসরাইলের ধারাবাহিক অপরাধযজ্ঞের জবাব দিতে এ হামলা চালানো হয়েছে। এছাড়া, গাজা-ভিত্তিক অপর প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদও পূর্ব জেরুজালেম আল-কুদসের একটি সিনাগগে চালানো ‘প্রতিশোধমূলক’ হামলাকে স্বাগত জানিয়েছে।

শুক্রবার যে সিনাগগে হামলা হয়েছে সেটি পূর্ব জেরুজালেমের ‘ইয়াকুব নবী’ নামক এলাকায় অবস্থিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই এলাকা ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পেলেও ইসরাইল তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।

জেরুজালের আল-কুদসের এই অংশটি ১৯৬৭ সালে দখল করে ইসরাইল। জাতিসংঘ ১৯৬৭ সালে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে কখনও ইসরাইলি মালিকানার স্বীকৃতি দেয়নি। গোটা পূর্ব জেরুজালেম আল-কুদসকে ফিলিস্তিনি ভূখণ্ড বলে মনে করে জাতিসংঘ।#

342/