‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৯ জানুয়ারী ২০২৩

৫:০৫:০৮ PM
1342039

ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি যথার্থ: ক্রেমলিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিপক্ষে যে অবস্থান নিয়েছেন সে সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি সঠিক বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প মূলত এই আভাস দিয়েছেন যে, হোয়াইট হাউজ অল্প সময়ের মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারত।

পেসকভের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’দেয়া এক পোস্টে লিখেছিলেন, “আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইউক্রেনে যুদ্ধই হতো না।” ট্রাম্প আরো লিখেছেন, “আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি যুদ্ধ বেধেও যেত তাহলেও ২৪ ঘণ্টার মধ্যে সে যুদ্ধ থামিয়ে দিতাম।”

ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাত্ত্বিকভাবে সঠিক কথাটিই বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র বলেন, “বাস্তবিক অর্থেই মার্কিন প্রেসিডেন্ট যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইতেন তাহলে তিনি তা দ্রুততম সময়ের মধ্যে করতে পারতেন। তিনি কিয়েভ সরকারকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিলেই যুদ্ধ থেমে যেত।”

পেসকভ বলেন, কয়েকদিনের মধ্যে হয়তো যুদ্ধ বন্ধ করা যেত না। কিন্তু অনেক দিক দিয়েই ইউক্রেন সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ওয়াশিংটনের হাতে রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, ওয়াশিংটন কিয়েভকে যুদ্ধ থেকে নিবৃত্ত না করে উল্টো ইউক্রেনে অস্ত্রের চালান পাঠিয়ে যুদ্ধের আগুন আরো বেশি জ্বালিয়ে দিয়েছে।#


342/