‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৯ জানুয়ারী ২০২৩

৫:০৮:৩০ PM
1342045

পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে বর্বর ইহুদিবাদী ইসরাইলি সেনারা। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাতে কারাম আলী আহমাদ সালমান নামে ১৮ বছর বয়সী ওই তরুণকে অবৈধ কেদুমিম ইহুদি বসতির কাছে সশস্ত্র অবস্থায় দেখে গুলি করে হত্যা করা হয়।

সালমানের হাতে একটি হ্যান্ডগান ছিল বলে ইসরাইলি সেনাদের দাবি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে। ইসরাইলি সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, “রাত ১১টা ৫০ মিনিটের সময় সালমানকে কেদুমিম ইহুদি বসতি এলাকার নজরদারি ক্যামেরায় চিহ্নিত করা হয় এবং তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।”

এদিকে, ইহুদিবাদী ইসরাইল সরকার আল-কুদস শহরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সশস্ত্র ব্যবস্থা জোরদার করার জন্য ইসরাইলি নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেয়ার ঘোষণা দিয়েছে। গত শুক্রবার রাতে পূর্ব জেরুজালেম আল-কুদস শহরে একজন ফিলিস্তিনি নাগরিকের গুলিতে সাত ইসরাইলি নিহত হওয়ার পর এই ঘোষণা দেয়া হলো।
শনিবার জরুরি বৈঠকের পর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোরালো, দ্রুত এবং সুনির্দিষ্ট জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, তার মন্ত্রিসভা ইসরাইলি জনগণের হাতে হাতে বন্দুক তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে ফিলিস্তিনিদের হামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এছাড়া ইহুদি বসতিগুলোতে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হবে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।#

342/