‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২০ ফেব্রুয়ারী ২০২৩

২:৩৭:১৬ PM
1347703

ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ডাক্তার, প্রকৌশলী ও ফার্মাসিস্ট

সিরিয়ার রাজধানী দামেস্কে রোববারের ইসরাইলি হামলায় যে পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন নারী ফার্মাসিস্ট এবং একজন প্রকৌশলী রয়েছেন। রোববার ভোররাতে দামেস্কের বেশ কয়েকটি আবাসিক ভবনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় আগ্রাসী ইহুদিবাদী ইসরাইল।

তাৎক্ষণিকভাবে ওই হামলায় সিরিয়ার পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়। পরে সিরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ফার্মাসিস্ট লিলিয়ান ওউদা, কার্ডিওলজিস্ট আসিফ মাহমুদ এবং প্রকৌশলী দিয়ান শারাফ আমজাদ আহমেদ আলী।

ইসরাইলি হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বেশিরভাগ ইহুদিবাদী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। রাজধানী দামেস্কের পাশাপাশি দেশটির শাহবা শহরের নিকটবর্তী তাল আল-মাসিহ এবং সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-সুয়াইদা এলাকায়ও হামলা চালায় দখলদার ইসরাইল।

সিরিয়ায় ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ১২ দিনের মাথায় দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল তেল আবিব। এছাড়া, সিরিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় ৫৩ ব্যক্তি নিহত হওয়ার একদিন পর এ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।#

342/