‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২১ ফেব্রুয়ারী ২০২৩

৬:১০:০৬ PM
1347994

ইউক্রেনকে দেয়ার মতো কোনো যুদ্ধবিমান বার্লিনের হাতে নেই

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইউক্রেন যে যুদ্ধবিমানের অনুরোধ জানিয়েছে তা তার দেশের সামরিক বাহিনীর হাতে নেই। তিনি বলেন, জঙ্গিবিমান দেয়ার ক্ষেত্রে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে পারবে না বার্লিন।

গতকাল (সোমবার) জার্মান মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান, ইউক্রেনকে জার্মানি যুদ্ধবিমান সরবরাহ করবে কিনা। জবাবে পিস্টোরিয়াস বলেন, সম্ভাব্য বিমান দেয়ার বিষয়ে আলোচনা শুধুমাত্র তখনই যুক্তিযুক্ত হবে যখন ইউক্রেন যে ধরনের বিমান চাইছে তা জার্মানির সামরিক বাহিনীর হাতে থাকবে। এই ধরনের জঙ্গিবিমান জার্মানির হাতে নেই; ফলে এটি জার্মানির প্রশ্ন নয়, অন্য কোনো দেশের বিষয়।

জার্মানির মন্ত্রী তার দেশের পক্ষ থেকে জঙ্গিবিমান দেয়ার কথা নাকচ করলেও ইউক্রেনের কাছে যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি উড়িয়ে দেননি। তিনি বলেন, ইউক্রেনের সংঘাত এমন একটা অবস্থায় রয়েছে যেখানে কেউ কোনো কিছুই চূড়ান্তভাবে নাকচ করতে পারেন না। তবে এই কথা আপাতত জার্মান বাহিনীর জন্য প্রযোজ্য নয়।

জার্মানির সামরিক বাহিনীর হাতে বর্তমানে মূলত ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান রয়েছে। ২০২১ সালের রিপোর্ট অনুসারে দেশটির অধীনে রয়েছে ১৪০টি যুদ্ধবিমান যা ১৯৯০ সালের দিকে তৈরি। এছাড়া, ১৯৭০ এর দশকে তৈরি ৯০টি পুরনো মডেলের পানাভিয়া টর্নেডো জেট রয়েছে জার্মান বিমান বাহিনীর কাছে।#

342/