‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৮ মার্চ ২০২৩

৭:৫৩:০৮ AM
1351185

আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, ত্রাণ সহায়তা পাঠানো অনিশ্চিত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালের দিকে ভূমধ্যসাগর থেকে ইহুদিবাদী ইসরাইল আলেপ্পো বিমানবন্দরে এই হামলা চালায়। 

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলায় বিমানবন্দরের রানওয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর আগে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছিল, ভূমধ্যসাগরের দিক থেকে আসা কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপালিত করেছে সেনারা।

গত মাসে সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর এই আলেপ্পো বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ বিমানযোগে মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে। ইসরাইলি হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত ত্রাণ সহায়তা পাঠানো অনিশ্চিত হয়ে পড়লো।#

342/