‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৪ মার্চ ২০২৩

৪:৩৫:৩১ PM
1352190

ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার যে-কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে ইরান: আমির আব্দুল্লাহিয়ান

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের যে-কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (১৩ মার্চ) তেহরানে জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে বৈঠকে এ কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যুদ্ধ-বিধ্বস্ত আরব দেশ ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে আন্তঃ-ইয়েমেনি আলোচনাকে সমর্থন জানায় তেহরান।

হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে ওই বৈঠকে আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনে যুদ্ধবিরতি অব্যাহত রাখাসহ দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন অবরোধের অবসান প্রচেষ্টার প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে যে-কোনো সংলাপকে ইরান স্বাগত জানায়। শীর্ষ এই ইরানি কূটনীতিক জাতিসংঘ মহাসচিবের পদক্ষেপের প্রশংসা করেন। সেইসঙ্গে ইয়েমেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাঁর পক্ষ থেকে বিশেষ দূত নিয়োগেরও প্রশংসা করেন আমির আব্দুল্লাহিয়ান।

জাতিসংঘের বিশেষ দূতও তার পক্ষ থেকে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সংস্থার প্রচেষ্টাকে সমর্থনের জন্য ইরানের প্রতি আহ্বান জানান। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। এতে ইয়েমেন একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ হতাহত হবার পাশাপাশি উদ্বাস্তু ও গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।#

342/