‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৫ মার্চ ২০২৩

৭:২৮:৪২ PM
1352428

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের দরকার নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আর সংলাপের কোন দরকার নেই বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেভাবে সংসদীয় গণতন্ত্রে অন্য দেশগুলোতে নির্বাচন হয়, সেভাবেই জাতীয় নির্বাচনের সময়ে চলতি সরকার দায়িত্ব পালন করবে। এ প্রশ্নে সংলাপ করার প্রশ্নই আসে না।

 

এদিকে, ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ এখন সুপ্রিম কোর্টেও ভোট চুরি করছে। 

 

আওয়ামী লীগের এই অপকর্মের কারণে তাদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।#


342/