‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৫ মার্চ ২০২৩

১:১৮:৪১ PM
1354066

আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি

ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং শেখ মুহাম্মাদ বিন আব্দুর রাহমান আলে সানি টেলিফোনে কথা বলেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে টেলিফোনে কাতার ও ইরানের কর্মকর্তাবৃন্দ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ওপর জোর দেন। আলাপ প্রসঙ্গে নেতৃবৃন্দ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মত বিনিময় করেন। আমির আব্দুল্লাহিয়ান টেলিফোন আলাপের শুরুতেই পবিত্র মাহে রমজানের সূচনায় শেখ মুহাম্মাদ বিন আব্দুর রাহমান আলে সানিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একইভাবে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রাহমান আলে সানিও আমির আব্দুল্লাহিয়ানকে রমজান ও নওরোজের শুভেচ্ছা জানান।

বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশেই গতকাল থেকে মাহে রমজান শুরু হয়েছে।#

342/