‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৮ মে ২০২৩

৯:৪৬:৩৭ AM
1363740

বন্দুক 'মহামারী' মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো বন্দুক রাখা এবং এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার টেক্সাসের অ্যালেন শহরের একটি শপিংমলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত নয়জন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন প্রেসিডেন্ট বাইডেন।

গতকাল রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, শনিবারের সর্বশেষ বন্দুক সহিংসতায় শিশুসহ ৯ জন আমেরিকান নিহত হয়েছেন। আমেরিকাকে ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন বাইডেন।

‘বন্দুক মহামারী’ থামাতে তিনি আইনপ্রণেতাদের কাছে আবারো সাহায্যের আবেদন জানান। বাইডেন বলেন, "আমি আবারো কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো যে, তারা একটি বিল পাস করে আমাকে পাঠাবেন যাতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয় এবং উচ্চ ক্ষমতার ম্যাগজিনের ব্যবহার বন্ধ হয়। এই ধরনের বিল পাঠানো হলে তাতে আমি দ্রুত সই করব। আমাদের সড়কগুলোকে নিরাপদ রাখার জন্য এটি খুবই জরুরি।”

যেসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র হামলার কাজে ব্যবহৃত হবে তাদেরকে মোটেই আইনগত সুরক্ষা দেয়া উচিত হবে না এবং যে সমস্ত ব্যক্তি অস্ত্র কিনবে তাদের স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড চেক করার ব্যবস্থা করতে তিনি আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।
শনিবার টেক্সাসের অ্যালেন শহরের একটি শপিংমলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। এছাড়া, গতকাল আমেরিকা জুড়ে বন্দুক সহিংসতায় আরো অন্তত ছয়জন নিহত এবং অনেকে আহত হন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আইন কঠোর করার আহ্বান জানালেও তাতে বছরের পর বছর বাধা দিয়ে আসছেন রিপাবলিকানরা।# 

342/