দক্ষিণ আফ্রিকার পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক প্রধান ক্লেসন মনেলা গতকাল (শুক্রবার) এ কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন রাষ্ট্রদূতকে তার ক্ষমা চাওয়ার বিষয়টি আরো স্পষ্ট করার আহ্বান জানান। আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যখন কূটনৈতিক টানাপড়েন চলছে তখন রিউবেন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার জন্য দক্ষিণ আফ্রিকাকে অভিযুক্ত করে বক্তব্য দেন। অবশ্য, দক্ষিণ আফ্রিকা অস্ত্র সরবরাহ করার কথা শক্তভাবে নাকচ করেছে।
এ বক্তব্যের জন্য গতকাল মার্কিন রাষ্ট্রদূতকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। এ সময় বিষয়টিতে রিউবেন নিজের ভুল স্বীকার করেন এবং দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা চান- এমন দাবি করেছেন ক্লেসন মনেলা। তিনি নিজেও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠকে উপস্থিত ছিলেন।
পরে অবশ্য মার্কিন রাষ্ট্রদূত টুইটার পেইজে দেয়া এক পোস্টে নিজের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করার সুযোগ দেয়ার জন্য দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নাদেলি প্যান্ডরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আজকের সন্ধ্যায় আমাকে ভুল সংশোধনের সুযোগ দেয়ার জন্য আমি কৃতজ্ঞ।" কিন্তু তিনি সরাসরি তার টুইটে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেননি। এতে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় ক্ষমা চাওয়া বিষয়টি স্পষ্ট করার জন্য পাবলিক ডিপ্লোমেসি বিভাগের প্রধান ক্লেসন মনেলা মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।#
342/