‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৩ মে ২০২৩

৯:৫৯:২৭ AM
1365242

ইউক্রেনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন, রাশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে ব্রিটেন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রিটেনের এই পদক্ষেপ ইউক্রেন সংঘাতকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলবে।

দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়ে ব্রিটিশ সিদ্ধান্তকে খুবই ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে পরিষ্কার হয় যে, ইউক্রেন সংঘাতে লন্ডন নজিরবিহীন পর্যায়ে জড়িত রয়েছে। তবে ব্রিটিশ অস্ত্রের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় যেকোনো পদক্ষেপ নেয়ার অধিকার মস্কোর রয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে।

এ বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক ভূ-রাজনৈতিক সংঘাতে ব্রিটেন নিজেকে দূরে না রেখে বরং রেড লাইন ক্রস করা এবং সংঘাতকে সম্পূর্ণ একটি নতুন পর্যায়ে নেয়ার ব্যাপারে তারা প্রস্তুত বলে মনে হচ্ছে। সম্ভাব্য এই সংঘাতে ধ্বংসযজ্ঞ এবং হতাহতের ঘটনা বাড়বে বলে রুশ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার, ব্রিটেন নিশ্চিত করেছে যে, তারা তার বেশ কয়েকটি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ইউক্রেনের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস একে ইউক্রেনের পরিস্থিতির জন্য লন্ডনের ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন।#

342/