‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৬ মে ২০২৩

১২:১৬:১১ PM
1366157

পারস্য উপসাগরে উপস্থিতি বৈধ করতে তেহরানের বিরুদ্ধে আমেরিকার এই অভিযোগ

আমেরিকা সর্ব সাম্প্রতিক ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপমূলক উপস্থিতি বৈধ করার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে ওয়াশিংটন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কারবি গত ১৩ মে অভিযোগ করেন, ইরান পারস্য উপসাগরে জাহাজ চলাচলের বিষয়টিকে বিপজ্জনক করে তুলছে। কিন্তু আমেরিকা আঞ্চলিক কোনো শক্তিকে পারস্য উপসাগরে জাহাজ চলাচলে অচলাবস্থা সৃষ্টি করতে দেবে না। জন কারবি আরো বলেন, পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র তৎপরতার মুখে আমেরিকা নিজের প্রতিরক্ষামূলক উপস্থিতি জোরদার করবে। 

জন কারবির এই বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে এবং হরমুজ প্রণালী দিয়ে সবসময় জাহাজ ও অন্যান্য নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে।

নাসের কানয়ানি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ইরান যে দুটি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে তা মূলত তাদের আইন লঙ্ঘনের কারণেই করা হয়েছে; এ বিষয়ে ইরানি আদালতের নির্দেশ ছিল।#

342/