‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৭ মে ২০২৩

৯:৩৮:২৮ AM
1366434

সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য পশ্চিমা দেশগুলো নিরাপদ আশ্রয়স্থল

ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসবাদকে সমর্থন করছে- পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ নাকচ করে দিয়ে তেহরান বলেছে, পশ্চিমা দেশগুলো বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।

তেহরান সফররত পূর্বাঞ্চলীয় অ্যাসিরিও চার্চের প্রধান তৃতীয় মার আওয়ার সঙ্গে গতকাল (সোমবার) এক বৈঠকে ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানের ১৭ হাজার মানুষ সন্ত্রাসবাদের শিকার হয়ে জীবন দিয়েছে। গরিবাবাদি বলেন, পাশ্চাত্য ইরানকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করে। অথচ সেই সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্ক বা এমকেও-কে পশ্চিমা দেশগুলো আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এছাড়া, আমেরিকা প্রকাশ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে প্রকাশ্যে হত্যা করেছে।

কাজেম গারিবাবাদি আরো বলেন, “মানবাধিকারের ধারণা মূলত একত্ববাদী ধর্মগুলোর গভীরে প্রোথিত। পশ্চিমা দেশগুলো তাদের জীবনধারা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতি সম্মান দেখানোর জরুরি।” তিনি বলেন, ইসলাম ধর্ম মানবাধিকার এবং মানুষের মর্যাদার ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

বৈঠকে অ্যাসিরিও খ্রিস্টান নেতা তৃতীয় মার আওয়া বলেন, স্বাধীনতা ও মানবাধিকারকে সঠিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়নি। আল্লাহকে বাদ দিয়ে পশ্চিমা দেশগুলো ভুলভাবে স্বাধীনতাকে ব্যাখ্যা করেছে। তিনি বলেন, ইসলাম এবং খ্রিস্টান দুই ধর্মেই মানুষের মর্যাদা এবং মানবাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

অ্যাসিরিয় খ্রিস্টান নেতা পরে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেন। ইরাক ও সিরিয়ায় মানবতা এবং ধর্মগুলোকে রক্ষার জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ইরান যে লড়াই করেছে তার প্রশংসা করেন তিনি।#

342/