‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৭ মে ২০২৩

৯:৪২:৫৩ AM
1366441

‘ইরান-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে’

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী বলেছেন, চীনের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি সই হয়েছে তা ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে।

দুই দেশের এই পদক্ষেপকে তিনি শুভ বুদ্ধির পরিচয় বলে উল্লেখ করেন।

পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক অবস্থা উল্লেখ করে প্রেসিডেন্ট আলভি বলেন, দেশের বিবদমান গ্রুপগুলোকে অবশ্যই তাদের চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে।

তিনি বলেন ইরান ও সৌদি আরব এই কাজটি করেছে এবং তারা বিরাট শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।

ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে চীনের ভূমিকার প্রশংসা করে পাক প্রেসিডেন্ট বলেন, ইরান ও সৌদি আরব তাদের দৃষ্টিভঙ্গি গত পরিবর্তনের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে সফলতা অর্জন করেছে। এক্ষেত্রে তারা মৌলিক পরিবর্তনের পথে হেঁটেছে।#

342/