‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৭ মে ২০২৩

৯:৪৩:৪১ AM
1366442

রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাঁটি ধ্বংস

রাশিয়ার হাইপারসনিক কিঞ্জাল ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেট্রিয়টের একটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। এর আগে ইউক্রেন সরকার দাবি করেছিল যে, মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপতিত করা হয়েছে।

কিয়েভ জানিয়েছে সোমবার রাতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।

এদিকে, সম্প্রতি ব্রিটেন ইউক্রেন সরকারকে যে স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েছে তার মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের কাজে রাশিয়া তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ২২টি ড্রোন ধ্বংসের পাশাপাশি আমেরিকার সাতটি হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং তিনটি এইচএআরএম এন্টি রাডার মিসাইল ধ্বংস করা হয়েছে।#

342/