‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৩ মে ২০২৩

৯:৩৭:৩৭ AM
1368022

আমাদেরকে অথবা রাশিয়াকে বেছে নাও: সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়ার সঙ্গে সার্বিয়া যদি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে তাহলে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার যে সম্ভাবনা ছিল তা বেলগ্রেডের জন্য থাকবে না। গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে তিনি একথা বলেন।

একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দিতে সার্বিয়াকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে জোট বাধার আমন্ত্রণ জানান। তিনি ব্রাসেলসে আলবেনিয়া এবং সাবেক ইয়োগাস্লাভিয়ার চারটি প্রজাতন্ত্র সার্বিয়া, বসনিয়া-হারজেগোভিসনা, মন্টেনেগ্রো এবং উত্তর মেসিডোনিয়ার  পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কসোভোর পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নে দ্রুত যোগ দেয়ার বিষয়ে বোরেল ইউক্রেনের উদাহরণ অনুসরণ করার কথা উল্লেখ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের বোরেল বলেন, "আমরা এই অঞ্চলে রাশিয়ার প্রভাব নিয়ে আলোচনা করেছি যার কারণে পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলো ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছে। এ অবস্থায় পশ্চিম বলকানের যেসব দেশ সাহসের সাথে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আমাদের নীতি অনুসরণ করতে পারবে, যারা ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিতে পারবে আমরা তাদেরকে স্বাগত জানাই।"
এরইমধ্যে আলবেনিয়া, মন্টিনিগ্রো এবং উত্তর মেসিডোনিয়া ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রক্রিয়ায় যোগ দিয়েছে। তবে বসনিয়া হারেজেগোভিনা এবং সার্বিয়া এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।#

342/