‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৫ মে ২০২৩

১০:৩১:৪৩ AM
1368671

তেহরানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সম্মেলন শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউ’র শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে প্রধানত ডলারমুক্ত বাণিজ্য এবং ডলার বাদ দিয়ে অন্য কোন মুদ্রায় লেনদেনের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এসিইউ সম্মেলনে সংস্থার সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় কিভাবে লেনদেন করা যায় তার সম্ভাব্যতা যাচাই করে দেখবেন।

বেশ কয়েক বছর ধরে ইরানসহ বিশ্বের কয়েকটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় লেনদেনের চেষ্টা করছে। মার্কিন সরকারের নিষেধাজ্ঞার মুখে পড়ার পর এসব দেশ ডলারমুক্ত বাণিজ্যের চিন্তা করছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ও তার মিত্ররা। এ সময় ইরান এবং চীনের বিরুদ্ধেও আমেরিকা বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। এ প্রেক্ষাপটে ইরান, চীন ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলার বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।#

342/