‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৯ মে ২০২৩

২:০৬:৩৯ PM
1369669

তুরস্কের ঐতিহাসিক রান-অফ প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের বিজয়

তুরস্কের রান-অফ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে রজব তাইয়্যেব এরদোগান বিজয় লাভ করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী ৯৯.০২ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এরদোয়ান ৫২.০৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৯২ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে ভোটারের উপস্থিতি ছিল ৮৫.২৪ শতাংশ।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল শীঘ্রই আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করবে বলে জানানো হয়েছে। ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত এরদোয়ান তার সমর্থকদেরকে ব্যালট বাক্সের কাছে থাকতে বলেছেন। এরদোয়ান তাঁর টুইটার অ্যাকাউন্টে আরও লিখেছেন: আমরা জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ সম্মান করি। তাদের ইচ্ছাকে সুরক্ষা করার সময় এসেছে এখন।

বিজয়ের আনন্দে এরদোয়ানের সমর্থকরা তার ইস্তাম্বুলের বাসভবনে জড়ো হয়ে 'আল্লাহু আকবর' স্লোগান দিচ্ছেন। সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) চেয়ারম্যান আহমেত ইয়েনার এক বিবৃতিতে বলেছেন: ভোটে কোনোরকম অনিয়ম কিংবা জালিয়াতি হয় নি। যার কারণে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় নি।

স্থানীয় সময় সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়েছে।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট এরদোগান শতকরা ৪৯.৫ ভাগ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু পেয়েছেন ৪৪.৯% ভোট।

নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান রান অফ নির্বাচনে বর্তমান  প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন দিয়েছেন। প্রথম দফার নির্বাচনে ওগান ৫.২ ভাগ ভোট পেয়েছিলেন। #

342/