‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৯ মে ২০২৩

২:০৯:৩০ PM
1369675

রজব তাইয়্যেব এরদোগানকে অভিনন্দন জানালেন ইব্রাহিম রায়িসি

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রজব তাইয়্যেব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।তিনি বলেছেন, তুরস্কের জনগণ যে তাদের নেতার প্রতি আস্থা রেখেছিল নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে তা আবার প্রমাণিত হয়েছে।

রোববার রাতে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফের ফলাফল ঘোষিত হওয়ার পর এরদোগানকে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন রায়িসি। প্রেসিডেন্ট এরদোগানের নতুন মেয়াদে দায়িত্ব পালনের সময় তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তুরস্কের নির্বাচন কমিশন রোববার মধ্যরাতে জানিয়েছে, ৯৯.৪৩ শতাংশ ভোট গণনার পর এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কিলিচদারগুগ্লু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট।

এরদোগানকে পাঠানো বার্তায় ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, শক্তিশালী ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ভিত্তিতে ইরান-তুরস্ক সম্পর্ক গড়ে উঠেছে এবং এ সম্পর্ক পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে গেছে। প্রতিবেশী এই দু’টি মুসলিম দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

ওদিকে রোববারের রান-অফ নির্বাচনে বিজয়ের পর পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার ম্যান্ডেট দেয়ায় তুর্কি ভোটারদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি রোববার রাতে ইস্তাম্বুলে নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, “আমরা আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করব। আমরা আপনাদের আস্থার মর্যাদা রক্ষা করব ইনশা আল্লাহ।”#

342/