‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১০ জুন ২০২৩

৭:১৩:০০ PM
1372189

কা’বার কাছাকাছি থাকতে আমার ভালো লাগে: করিম বেনজেমা

সৌদি গণমাধ্যমকে করিম বেনজেমা জানিয়েছেন: মুসলিম দেশ হওয়ার কারণে সৌদি আরবকে বেছে নিয়েছেন তিনি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: ফ্রান্সের জাতীয় ফুটবল দলের জনপ্রিয় মুসলিম তারকা ফুটবলার করিম বেনজেমা আনুষ্ঠানিকভাবে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে স্থানান্তর করার পরে বলেছেন, "আমি একজন মুসলিম এবং এটি একটি মুসলিম দেশ। আমি সবসময় এখানে থাকতে চেয়েছিলাম। আমি আগে সৌদি আরব ভ্রমণ করেছি এবং এখানে আমার ভালো লাগে।

তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরব একটি মুসলিম দেশ, মুসলমানদের প্রাণকেন্দ্র এবং সুন্দর একটি দেশ। আমি যখন আমার পরিবারের সাথে সৌদি আরবে আসার বিষয়ে কথা বলি, তারা সবাই খুশি ছিল। বেনজেমা বলেন, আমি পবিত্র কাবার যত কাছাকাছি থাকি, ততই ভালো অনুভব করি এবং পবিত্র কাবার নিকটবর্তী অবস্থান আমাকে সর্বোত্তম অবস্থায় নিয়ে যাবে।# 176S