‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৫ জুলাই ২০২৩

৫:৫২:১০ PM
1382304

আকস্মিকভাবে ইউক্রেনকে জবাব দেয়ার পরামর্শ মেদভেদেভের

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কথিত পাল্টা সামরিক অভিযানের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য রাশিয়ার বেসামরিক লক্ষবস্তুতে হামলা চালাচ্ছে ইউক্রেন।

গতকাল (সোমবার) রাজধানীর মস্কো এবং ক্রিমিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ব্যর্থ প্রচেষ্টার পর একথা বললেন তিনি। মেদভেদেভ বলেন, ইউক্রেনের এই ড্রোন হামলা প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে অপ্রত্যাশিত জবাব হওয়া উচিত।

গতকাল (সোমবার) তিনি টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যেকোন সামরিক সফলতার জন্য ইউক্রেন ক্ষুধার্ত হয়ে আছে। ভুয়া এবং ভিত্তিহীন হলেও তাদের এখন তথ্যগত বিজয় প্রয়োজন। এজন্য ইউক্রেনের নাৎসিবাদীরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কুখ্যাত ইউক্রেনীয় নাৎসি সহযোগিতার কথা উল্লেখ করে মেদভেদেভ বলেন, ইউক্রেনের জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য কিয়েভের "পশ্চিমা প্রভুরা" অধৈর্য হয়ে উঠেছে।

ফলে, ইউক্রেন জঘন্য আক্রমণের জন্য দিন দিন শান্তিপূর্ণ, বেসামরিক লক্ষ্যবস্তু বেছে নিয়েছে। প্রত্যেকেরই এর জন্য প্রস্তুত হওয়া উচিত।”#

342/