মাইক্রোনেশিয়ার এই জঙ্গল পরিষ্কার
করে যদি সেখানে আমেরিকা এই ঘাঁটি প্রতিষ্ঠা করে তাহলে তার মাধ্যমে মার্কিন
সেনাবাহিনী চীন সীমান্তের অনেকটাই কাছাকাছি চলে যাবে। গত কয়েক বছর ধরে
এশিয়া জুড়ে আমেরিকা তার সামরিক স্থাপনার নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা
করছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ উইলসব্যাচ জানান, তিনিয়ানে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত ঘাঁটিকে তারা নতুন করে চালু করার চেষ্টা করছেন। ঘাঁটিটি গুয়াম দ্বীপের কাছে অবস্থিত। এই ঘাঁটি চালু করা সম্ভব হলে তা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত কার্যকর একটি ঘাঁটি হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।
মার্কিন এ জেনারেল বলেন, এই অঞ্চলে এমন আরো কয়েকটি প্রকল্প তাদের হাতে রয়েছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য মার্কিন বিমান বাহিনী কংগ্রেসের কাছে ২০২৪ সালের বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ দেয়ার অনুরোধ জানিয়েছে। বেইজিং বিরোধী লড়াইকে সফল করার জন্য এশিয়া জুড়ে যে নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে আমেরিকা তার অংশ হিসেবে এসব ঘাঁটি তৈরি করা হবে বলে জানান জেনারেল উইলসব্যাচ।#
342/