‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২০ নভেম্বর ২০২৩

৫:৫১:২৫ PM
1413482

হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী , মহতি এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণের লক্ষ্যে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): “Understanding Palestine” শীর্ষক একটি গোল টেবিল বৈঠক গত সপ্তাহে ইসলামী শিক্ষাকেন্দ্র ও জাফরিয়া রিডার্স সোসাইটি, খুলনার যৌথ উদ্যোগে শিক্ষা কেন্দ্রের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উক্ত গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের সম্মানিত শিক্ষক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষণ বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ। আমন্ত্রিত অতিথি হিসেবে বৈঠকে অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও বাংলাদেশ ওলামা কাউন্সিলের সম্মানিত সভাপতি ও ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী।পবিত্র কোরআন তেলাওয়াত ও সম্মিলিতভাবে দোয়া-এ-ইমামে জামান (আ.ফা.) পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্ম পরিকল্পনা এবং মিশন সম্পর্কে সভাপতি মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। এরপর জাফরীয়া রিডার্স সোসাইটির আহ্বায়ক জনাব এজাজ মেহদী ফিলিস্তিনের মুসলমানদের উপর যায়নবাদী, ইসরাইলের বর্বরোচিত ও নির্মম হত্যাকান্ড ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সম্মানিত অতিথি অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী মহতি এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণের লক্ষ্যে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে অত্যাচারী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হত্যাকান্ডে নিরস্ত্র ফিলিস্তিনবাসীর মজলুমিয়াতের উপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শিত হয় যা উপস্থিত সকলকে গভীরভাবে মর্মাহত ও বেদনাহত করে। জাফরীয়া রিডার্স সোসাইটির সদস্য সাইয়্যেদ মোস্তফা মেহদী ভিডিও ক্লিপ প্রদর্শন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকলের অংশগ্রহণমূলক মতামতের ভিত্তিতে নিম্নবর্ণিত পদক্ষেপ ও সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

(১) ফিলিস্তিনিদের অসহায়ত্ব ও মজলুমিয়াত থেকে মুক্তি ও যায়েনবাদী ইসরাইলের ধ্বংসের জন্য মহান আল্লাহর দরবারে প্রতিনিয়ত দোয়া কামনা করা।

(২) নির্যাতিত ফিলিস্তিনবাসীর অসহায়ত্ব ও মজলুমিয়াত এবং অভিশপ্ত দখলদার ও অত্যাচারী ইসরাইল সম্পর্কে বিস্তারিত জানার জন্য পদক্ষেপ গ্রহণ করা।

(৩) বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ফিলিস্তিনিদের উপর বর্বরতার চিত্র এবং যায়নবাদীদের সম্পর্কে সঠিক তথ্য প্রচার করার ব্যবস্থা করা।

(৪) আমাদের দেশে ব্যবহৃত ইহুদী উৎস থেকে প্রাপ্ত পণ্যসামগ্রী বর্জন করা। প্রয়োজনে ইসরাইল সমর্থিত প্রতিষ্ঠান ও পণ্য বিক্রির স্থলে মানববন্ধন এর সাহায্যে প্রতিরোধ গড়ে তোলা।

(৫) সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিলিস্তিনের অসহায় শিশু, নারী ও বয়স্কদের উপর অমানবিক জুলুম এবং অভিশপ্ত যায়নবাদী দখলদারদের ন্যাক্কারজনক হত্যাকান্ডে ও নির্যাতন সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করা।

অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় পরবর্তী কর্মসূচী সম্পর্কে আলোচনা রাখেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



বার্তা প্রেরক: জাফরিয়া রির্ডাস সোসাইটি, খুলনা।