‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৮ ফেব্রুয়ারী ২০২৪

৬:২৪:০০ AM
1436105

ইসরাইলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয়: ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অপারেশন্স ডিভিশনের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুশান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে ইরানের স্বার্থ বিপদাপন্ন করলে ইহুদিবাদী ইসরাইল বিনা জবাবে পার পাবে না।

তিনি বলেন, “ইসরাইলের জানা উচিত যে, আমরা শত্রুদের সাথে প্রতিদিনের ভিত্তিতে হিসাব-নিকাশ সম্পন্ন করি। ইসরাইল ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো কাজ করার সাহস দেখাক না কেন তার কোনটির জবাব দিতে আমরা বাদ দেব না।”

আইআরজিসি’র এ কমান্ডার বলেন, ইরান হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং ইরানের এই শক্তির ভিত্তিতে আঞ্চলিক ও রাজনৈতিক হিসাব-নিকাশ পরিবর্তন হয়ে গেছে।

তিনি আরো বলেন, আগে যেভাবে আমেরিকা ইসরাইলকে রক্ষা করেছে এখন তারা আর সেভাবে সক্ষম নয়। সে কারণে ইসরাইল যুদ্ধের মধ্যে যুদ্ধ শুরু করার কৌশল নিয়েছে। ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে ইসরাইল এই কৌশল নিয়েছে কিন্তু তারা তাতে সফল হবে না। ইসরাইলের এই কৌশল মোকাবেলার জন্য ইরান গোয়েন্দা সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে বলেও তিনি জানান।#

342/