‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৯ ফেব্রুয়ারী ২০২৪

৮:১৯:২৬ PM
1441260

বাস্তব পরমাণু যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করলেন প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে সেনা পাঠায় তাহলে তাদেরকে মর্মান্তিক পরিণতি বরণ করতে হবে। রাশিয়ার বার্ষিক স্টেট অব দ্যা নেশন ভাষণ তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আগামী দুই সপ্তাহ পর রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগ মুহূর্তে পুতিন এই ভাষণ দিলেন। নির্বাচনে পুতিন বিজয়ী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

ভাষণে তিনি রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক এবং এভানগার্দ পরমাণু ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে বলেন, এসব অস্ত্র রাশিয়াকে অনেক বেশি শক্তিশালী ও নিরাপদ করেছে। তিনি বলেন, এরই মধ্যে রাশিয়ার সেনারা কিঞ্জাল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে। এছাড়া, আরো নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং লেজার সিস্টেম সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি পরমাণু শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন ড্রোন তৈরির কাজ শেষের পথে রয়েছে বলে জানান প্রেসিডেন্ট পুতিন।

ভাষণে তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের মাটিতে সেনা পাঠায় তাহলে তাদেরকে করুণ পরিণতি বরণ করতে হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে ধ্বংসের জন্য আমেরিকা ও তার মিত্ররা যে চেষ্টা চালাচ্ছে তার জবাবে এই সমস্ত অস্ত্র বানাতে বাধ্য হয়েছে মস্কো।#