‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩১ মার্চ ২০২৪

২:৪৯:৩৫ PM
1447978

ইসরাইলি আগ্রাসনে আশ-শিফা হাসপাতালে ৪০০’র বেশি ফিলিস্তিনি শহীদ

গাজার আশ-শিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের ১৩ দিনের অবরোধ এবং দখলদারদের বর্বর হামলায় ৪০০’রও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আশ-শিফা হাসপাতাল হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল যেখানে হাজার হাজার অসুস্থ ও ইসরাইলি আগ্রাসনে আহত হওয়া মানুষ চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এছাড়া ইসরাইলের বর্বর হামলায় উদ্বাস্তু হওয়া বহু মানুষও সেখানে আশ্রয় নিয়েছেন। এই হাসপাতাল থেকে আরো কয়েকশো মানুষকে দখলদার সেনারা ধরে নিয়ে গেছে।

হাসপাতালের অসহায় জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের লাগাতার এসব বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করেছে গাজার মিডিয়া অফিস। আমেরিকা এবং তার কয়েকটি পশ্চিমা মিত্র দেশের নিন্দা করে গাজার মিডিয়া অফিস আরো বলেছে, এসব দেশ ইহুদিবাদী ইসরাইলের বর্বরতায় সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে।

ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার শুধু গাজার এই হাসপাতাল নয় বরং অন্যান্য হাসপাতালও একই অবস্থার মুখে পড়েছে। উত্তর গাজার কামাল আজওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হোসাম আবু সাফিয়া বলেন, ওই হাসপাতালের ডাক্তার ও নার্সরা বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির মধ্যে কাজ করছেন।

গত ১৮ মার্চ ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা আশ-শিফা হাসপাতালে ট্যাংক ও ড্রোন নিয়ে হামলা চালায়। সে সময় হাসপাতালের ভেতরে থাকা লোকজনের ওপর তারা গুলিবর্ষণ করে।

ইসরাইলি সন্ত্রাসী বাহিনী দাবি করছে, গাজার প্রতিরোধ যোদ্ধারা এই হাসপাতালকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। পরে তারা আবার বলেছে, এই হাসপাতাল থেকে হামাস যোদ্ধারা তাদের ওপর গুলি চালিয়েছে।#

342/