‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৪ এপ্রিল ২০২৪

১:৪৭:১৭ PM
1449001

সমস্ত কম্ব্যাট ইউনিটের সেনা সদস্যদের ছুটি বাতিল করল ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর কম্ব্যাট ইউনিটের সমস্ত সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতির মাধ্যমে এ কথা ঘোষণা করেছে ইসরাইলের বর্বর সামরিক বাহিনী।

গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের কয়েকজন সামরিক উপদেষ্টা শহীদ হওয়ার পর তেহরান এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এরপর ইসরাইলের পক্ষ থেকে সমস্ত কম্ব্যাট ইউনিটের ছুটি বাতিল করা হলো।

একই সাথে ইসরাইলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দখলদার ইসরাইলের কর্মকর্তারা জোরালোভাবে আশঙ্কা করছেন যে, ইরানের পক্ষ থেকে কঠোর জবাব আসতে পারে। এজন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রিজার্ভ সেনাদেরকেও তলব করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং তেল আবিবের বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স আজ জানিয়েছে যে, ইসরাইলে জিপিএস পরিষেবা ব্যাহত হয়েছে। এরইমধ্যে ইসরাইলের মধ্যাঞ্চলের বাসিন্দারা গুগল ম্যাপ, ওয়াজ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস-এ ব্যাপক বিঘ্নের কথা জানিয়েছেন। যেখানে তেল আবিবের অনেক গাড়ি চালককে দেখানো হয়েছে যে, তারা বৃহস্পতিবার বৈরুতে ছিলেন।

দুই জেনারেলসহ পাঁচজন সামরিক উপদেষ্টাকে হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান। সোমবারের হামলাকে সিরিয়ায় ইরানের স্বার্থে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হামলা বলে মনে করা হচ্ছে। ইহুদিবাদী ইসরাইল এই হামলার দায়িত্ব স্বীকার করেনি আবার প্রত্যাখ্যানও করেনি।# 

342/