‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ এপ্রিল ২০২৪

৩:০৪:৪৩ PM
1450421

গাজায় গণহত্যা বন্ধ করা মুসলিম দেশগুলোর মানবিক ও ধর্মীয় কর্তব্য: ইরান

অবরুদ্ধ গাজাবাসীর ওপর ছয় মাসের বেশি সময় ধরে চলা ভয়াবহ ইসরাইলি গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় এ আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়া মুসলিম দেশগুলোর মানবিক ও ধর্মীয় কর্তব্য।

ইরান, ফিলিস্তিন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আজ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার অনেক দেশে গতকাল (মঙ্গলবার) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে আগামীকাল (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে।

প্রেসিডেন্ট রায়িসি তার ঈদ বার্তায় আরো বলেন, গাজাবাসীকে ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার হাত থেকে রক্ষা করে তাদের দুর্দশা লাঘব করতে মুসলিম দেশগুলোর অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি বলেন, গাজাবাসীকে ক্ষুধা, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় থেকে রক্ষা করার লক্ষ্যে মুসলিম দেশগুলোর যেকোনো উদ্যোগে ইরান পূর্ণ সহযোগিতা করবে।

সম্প্রতি রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি ব্যাপকভাবে সংহতি প্রদর্শন করায় তিনি বিশ্ববাসীর ভূয়সী প্রশংসা করেন।

342/