‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ এপ্রিল ২০২৪

৩:০৫:৪৮ PM
1450423

পাকিস্তান সিনেটের নতুন স্পিকার হলেন সৈয়দ ইউসুফ রাজা গিলানি

পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটের নতুন স্পিকার হলেন সৈয়দ ইউসুফ রাজা গিলানি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রী এবং পিপলস পার্টির প্রতিনিধি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই পাকিস্তানের সিনেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন।

একইসঙ্গে মুসলিম লীগ (নওয়াজ) প্রার্থী সিদাল নাসির খানও কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পাকিস্তান সিনেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। পাকিস্তান সিনেট নির্বাচন প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত হয় এবং প্রতিটি নির্বাচনে সিনেটের অর্ধেক সংখ্যক প্রতিনিধি নির্বাচন করা হয়। পাকিস্তান সিনেটে মোট ১০০টি আসন রয়েছে। সুতরাং অর্ধসংখ্যক ৫০ জন সদস্য ৬ বছরের জন্য নির্বাচিত হবেন। পাকিস্তানের সংসদে অনুমোদিত যে কোনো আইন কায়কর করার জন্য সিনেটের  অনুমোদন নিতে হয়। এদিকে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পাকিস্তানের এমপিরা সিনেটের নতুন স্পিকার নির্বাচন প্রক্রিয়া বর্জন করেছে#

342/