‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ এপ্রিল ২০২৪

৭:২৬:৫৪ PM
1452723

ইরানে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি বলেছেন, ইরানে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি গতকাল (শুক্রবার) ইরানের সেমনান প্রদেশের কাউসার হাসপাতালের 'ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা' কেন্দ্র উদ্বোধনের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, খুব শিগগিরই জাতীয় ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যাদের দেহে ক্যান্সারের জীবাণু পাওয়া যাবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

গত বছরের নভেম্বর থেকে ক্যান্সার রোগীদেরকে চিকিৎসা সহায়তার জন্য ইরানের স্বাস্থ্য বীমা সংস্থায় 'বিশেষ ও কঠিন রোগ তহবিল' সক্রিয় করা হয়েছে।

গত বছর থেকে ১০৭ ধরণের রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে এই তহবিল থেকে সুবিধা দেওয়া হচ্ছে।

এই তহবিলের দায়িত্ব হলো মৌলিক এবং সম্পূরক বীমা সুবিধার বাইরে ঐসব রোগীদের চিকিৎসার খরচ বহন করা।#

342/