ইরানের ১৬টি বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির অংশগ্রহণে যে প্যাভিলিয়ন সাজানো হয় তাতে সহযোগিতা করেছে ইরানের প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দপ্তর।
পার্সটুডে জানিয়েছে, ইরানি প্যাভিলিয়নে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে কৃষি ড্রোন, স্যাটেলাইট মনিটরিং প্রযুক্তি, হাইব্রিড বীজ, জৈব সার, গরুর ভ্রূণ প্রযুক্তি, পশু খাদ্য এবং প্যাকেজিং শিল্পসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে। কেনিয়ার বিভিন্ন মহল থেকে ইরানের সক্ষমতার প্রশংসা করা হয়েছে। এই প্রথম কেনিয়ায় নিজেদের এমন সক্ষমতা প্রদর্শন করল ইরান। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশ অংশ নিয়েছে।
প্রদর্শনীতে আসা অনেকেই বলেছেন, ইরান কৃষি শিল্পে যে সক্ষমতা অর্জন করেছে তা দিয়ে কেনিয়াকে কৃষি ক্ষেত্রে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার পথে অনেক খানি সহযোগিতা করতে পারবে।
ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি গত মাসে তেহরানে অনুষ্ঠিত ইরান-আফ্রিকা সম্মেলনে বলেছিলেন, পশ্চিমারা আফ্রিকাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, কিন্তু আমরা আফ্রিকার কল্যাণেই আফ্রিকাকে সহযোগিতা করতে চাই। আফ্রিকার ৩০টিরও বেশি দেশের অর্থ বিভাগের কর্মকর্তা ও অর্থনীতিবিদ এই সম্মেলনে অংশ নিয়েছেন।
ইরানের বাণিজ্য উন্নয়ন কমিশনের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি বলেছেন, গত ফার্সি বছরে আফ্রিকার ৩৯টি দেশে ইরানি পণ্য রপ্তানি করা হয়েছে।#
342/