সাম্প্রতিক বছরগুলোতে তেল উৎপাদনে সক্রিয় ইরানি কোম্পানিগুলো দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশী বাজারের তেল চাহিদার একটা অংশ পূরণ করতে সক্ষম হয়েছে। পার্সটুডে আরও জানিয়েছে, অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ক প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের শুরু থেকে চলতি বছরের মে মাস শেষ পর্যন্ত সেপাহান অয়েল কোম্পানির মোট রপ্তানি বিক্রয় ছিল প্রায় ২ হাজার ১৫৩ বিলিয়ন তুমান। এটা গত বছরের একই সময়ের রপ্তানির তুলনায় প্রায় ৬৯৫ বিলিয়ন তুমান বেশি। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সেপাহান তেলের অভ্যন্তরীণ বিক্রিও বেড়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, অর্থবছরের শুরু থেকে মে (উর্দিবেহেশত) মাসের শেষ পর্যন্ত এই কোম্পানিটির অভ্যন্তরীণ বিক্রয়ের পরিমাণ ছিল ১ হাজার ৬৮৩ বিলিয়ন তুমান। গত বছরের একই সময়ে এই কোম্পানির বিক্রয় ছিল মাত্র ১ হাজার ২৮৬ বিলিয়ন তুমান।#
342/