‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৭ জুলাই ২০২৪

৬:০৪:৩৩ PM
1472672

কেন ইসরাইল প্রতিরোধ-কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে?

পার্সটুডে-তেলআবিবের কর্মকর্তারা যুদ্ধে পরাজয়ের দিক থেকে সবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিতে প্রতিরোধ-যুদ্ধের কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে।

আরব বিশ্বের বিশিষ্ট বিশ্লেষক আবদুল বারি আতওয়ান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ কাস্‌সাম ব্রিগেডের শীর্ষস্থানীয় কমান্ডার মুহাম্মাদ দ্বইফসহ প্রতিরোধ-যুদ্ধের কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার সম্পর্কে লিখেছেন, ইসরাইলি মিডিয়াগুলোর এসব মিথ্যাচার প্রলাপ ছাড়া আর কিছু নয় এবং দেউলিয়াত্ব ও গ্যাড়াকলে আটকা-পড়া অবস্থা থেকেই এগুলো প্রচাল করছে ইসরাইল।

পার্সটুডে জানিয়েছে, আবদুল বারি আতওয়ান লিখেছেন, গাজার প্রতিরোধ-কমান্ডাররা আল-আকসা তুফান নামক অভিযানের পরিকল্পনা করেছেন ও তা বাস্তবায়নও করেছেন এবং এর আগে কুদস্‌-এর তরবারি নামক অভিযানও চালিয়েছেন আল-আকসা মসজিদকে রক্ষার অংশ হিসেবে; এ অবস্থায় ভয়ানক দুঃস্বপ্ন দেখা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহু ও তার অধীনস্ত চরম উগ্রবাদীরা গাজার বিরুদ্ধে গত ৯ মাসের যুদ্ধে প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসী হত্যাযজ্ঞের হামলা চালিয়েছে এবং এইসব কাজকে আতঙ্কগ্রস্ত ইসরাইলি জনমতের কাছে সাফল্য হিসেবে তুলে ধরছে।

তিনি আরও লিখেছেন, ইসরাইলের সশস্ত্র বাহিনী গাজার প্রতিরোধ গ্রুপগুলোর দৃঢ় প্রতিরোধ দেখে হতভম্ব হয়ে গেছে এবং এ কারণেই দিনরাত গাজার হামাস-প্রধান ইয়াহিয়া আসসানুওয়ার এবং প্রতিরোধ-কমান্ডার মুহাম্মাদ আদ্‌দ্বয়িফ, মারোয়ান ঈসা ও রাফা সালামাহসহ অন্যান্যদের ধরার ও হত্যার স্বপ্ন দেখছে, কিন্তু এখন পর্যন্ত এইসব স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।

প্রখ্যাত আরব বিশ্লেষক আবদুল বারি আতওয়ান তার প্রবন্ধের শেষাংশে লিখেছেন, রণাঙ্গনে পরাজিত হয়েই ইসরাইল সন্ত্রাসী গুপ্ত-হত্যার আশ্রয় নিচ্ছে। মিথ্যাচার, প্রতারণা ও গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান এবং শিশুদের শহীদ করার হার বৃদ্ধি করে ইসরাইলি সশস্ত্র বাহিনী পশ্চিম তীর, গাজা ও দক্ষিণ লেবাননে বিজয় অর্জন করতে পারবে না।  #

342/