‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
বৃহস্পতিবার

১৮ জুলাই ২০২৪

৩:৪৬:৪১ PM
1472859

ওমানে আইএস সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে

ইকনা: ওমানে ইমাম হুসাইন (আ.)এর স্মরণে অনুষ্ঠিত এক শোকানুষ্ঠানে ইসলামিক স্টেট গ্রুপের হামলা উপসাগরীয় আরব দেশগুলো থেকে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

পারস্য উপসাগরীয় দেশগুলো মাস্কাটে একটি শিয়া মসজিদের কাছে হামলা ও গুলির নিন্দা করেছে।

ওমানের রাজধানী মাস্কটে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আল-ওয়াদি-আল-কবির এলাকায় একটি মসজিদের কাছে গুলির ঘটনা ঘটে। এর পরই পুলিশ এগিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্ব মাস্কটে মসজিদের কাছে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

ওমানে পাকিস্তানের দূতাবাস থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে পাকিস্তানি রয়েছে। এ ধরনের হামলা ওমানে নজিরবিহীন। আঞ্চলিক বিভিন্ন সংঘাতে দেশটি মধ্যস্থতা করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় জানানো হয়েছে, আহতদের হাসপাতালে দেখতে গেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আলি।

তিনি ওমানে পাকিস্তানিদের স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য ও যে এলাকায় গুলি চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মাস্কটে মার্কিন দূতাবাস গুলির ঘটনার পর একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবার সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।

342/