লেবানন
লেবাননের হিজবুল্লাহ নাহারিয়া ও মেরোন অঞ্চলের নানা স্থানে ইসরাইলি অবস্থানে গত মঙ্গলবার অন্তত ৮০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে অধিকৃত উত্তর ফিলিস্তিনে হিজবুল্লাহর তিন দফা হামলার ঘটনায় ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতায় ইসরাইলি মিডিয়া বিস্ময়ে হতভম্ব ও বজ্রাহত হওয়ার মত প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ইসরাইলের একটি সংবাদ মাধ্যম বলেছে হিজবুল্লাহর হামলার রাতটি ছিল ইসরাইলিদের জন্য নারকীয় রাত।
এদিকে হিজবুল্লাহর মহাসচিব বুধবার বৈরুতে আশুরার শোক পালন উপলক্ষে এক ভাষণে গাজার প্রতি হিজবুল্লাহর সমর্থন অব্যাহত থাকার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলি ট্যাংকগুলো যদি লেবাননে প্রবেশ করে তাহলে ইসরাইলের ট্যাংকের অভাব দূর হয়ে যাবে, কারণ ইসরাইলের আর কোনো ট্যাংকই থাকবে না। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যতক্ষণ শত্রুরা আমাদের বেসামরিক জনগণের ওপর হামলা চালাবে ততক্ষণ প্রতিরোধ আন্দোলনও ইহুদিবাদীদের বসতিগুলোর ওপর হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখবে।
ওদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু-হাবিব এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেয়ার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন। তিনি যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠার এবং লেবাননের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
ইয়েমেন
ইয়েমেন এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও তার ইঙ্গ-মার্কিন সহযোগীসহ ইসরাইলের সঙ্গে সম্পর্কিত ১৭০টি জাহাজে হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে। ওদিকে আলহুদায়দা বন্দরে ইঙ্গ-মার্কিন হামলার খবর দিয়েছে ইয়েমেনি সংবাদ সূত্র। তবে সবচেয়ে চমক লাগানো সংবাদ হল ইয়েমেনের ইয়াফা নামক নতুন ড্রোন সাগর-পথ পাড়ি দিয়ে তেলআবিবে আঘাত হেনেছে। এই বিস্ময়কর হামলায় ১ জন ইসরাইলি নিহত ও আরও দশ জন আহত হয়েছে বলে ইসরাইল স্বীকার করেছে। ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাডারের দৃষ্টি ফাঁকি দিতে সক্ষম এমন ড্রোনের হামলা আরও চালানো হবে বলে ইয়েমেন হুঁশিয়ারি দিয়েছে। এই হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আয়োজন স্থগিত করেছে বলে খবর এসেছে।
ফিলিস্তিন
এদিকে গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গণহত্যা অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরাইল। দখলদার ইসরাইলের সেনারা গতকাল বৃহস্পতিবার গাজার আননুসাইরা শরণার্থী শিবির ও আজজাওয়াদিয়া এলাকায় হামলা চালালে ৭ জন ফিলিস্তিনি শহীদ ও আরও বেশ কয়েকজন আহত হন। ইসরাইল গাজার রাফাহ ক্রসিং বন্ধ করে রাখায় গত ৭২ দিনে দেশের বাইরে চিকিৎসার জন্য আহতদের পাঠানো সম্ভব না হওয়ায় ২৯২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধ-বিরতির আলোচনা স্থগিত রাখা সম্পর্কে যা বলা হচ্ছে তা সঠিক নয়, হামাস প্রতিরোধ অক্ষের দেয়া শর্তগুলোর আলোকে যুদ্ধ থামানোর জন্য সব প্রচেষ্টা অব্যাহত রাখবে। গাজায় শিগগিরই যুদ্ধ-বিরতি চুক্তি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
হামাস বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে নাৎসি ও রক্ত-পিপাসু ইসরাইলের গণহত্যা ও অন্যান্য অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নিরবতার নিন্দা জানিয়েছে এবং ইসরাইলি অপরাধযজ্ঞ থামাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। গাজায় ইসরাইলি গণহত্যা অভিযানে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৩৮ হাজার ৭৯৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।
অধিকৃত ফিলিস্তিন
ইসরাইলি দৈনিক মাআরিভ জানিয়েছে এক জনমত জরিপ অনুযায়ী ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা তার ডানপন্থী সমর্থকদের মধ্যেই ব্যাপক হারে কমে গেছে। এ ছাড়াও ক্ষমতাসীন কোয়ালিশনের মধ্যেও তার ভোট কমে গেছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সাবেক প্রধান ডেভিড বারনিয়া হামাসের সঙ্গে আলোচনায় নতুন শর্ত আরোপের বিষয়ে নেতানিয়াহুর একরোখা বা অনমনীয় অবস্থানের প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই গোঁয়ার্তুমির ফলে যুদ্ধ-বিরতির আলোচনা ব্যর্থ হবে। তিনি দ্রুত ইসরাইলি বন্দিদের মুক্ত করার পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ইরাক
ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরাইলের এইলাত বন্দরে হামলার খবর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ও ইহুদিবাদী দখলদারদের অপরাধযজ্ঞের জবাবে এই হামলা চালানো হয়েছে। #