গাজায় যুদ্ধবিরতি আর জিম্মি মুক্তি নিয়ে হামাসের সঙ্গে চুক্তি করতে দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে গত সোমবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ এবং মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন তিনি।
অন্যদিকে হামাসের সঙ্গে চুক্তি করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। এমন এক পরিস্থিতিতে ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু। নিজের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। আজ বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। গাজায় যুদ্ধবিরতি দিতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন বাইডেন।
তিনি গত সোমবার জানান, তাঁর কাজের মেয়াদের শেষ কয়েক মাসেও তিনি গাজায় ইসরায়েলের সংঘাত সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবেন।
খান ইউনিসে নিহত ৭০
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে। গত সোমবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
মন্ত্রণালয় জানায়, গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি বাহিনী বলছে, মানবিক জোন হিসেবে চিহ্নিত এলাকা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে। তারা সেখানে অভিযান চালাবে বলে খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে সাধারণ মানুষকে অন্যত্র চলে যেতে বলেছে।
জ্বলছে ইয়েমেনের বন্দর
ইয়েমেনের হোদাইদা বন্দরের বিশাল আগুন এখনো নেভানোর চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত শনিবার হুতিদের নিয়ন্ত্রিত হোদাইদা বন্দরে তেলের ট্যাংক ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। এটি ইয়েমেনে ইসরায়েলের প্রথম হামলা।
অন্যদিকে হামাসের সঙ্গে চুক্তি করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। এমন এক পরিস্থিতিতে ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু। নিজের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। আজ বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। গাজায় যুদ্ধবিরতি দিতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন বাইডেন।
তিনি গত সোমবার জানান, তাঁর কাজের মেয়াদের শেষ কয়েক মাসেও তিনি গাজায় ইসরায়েলের সংঘাত সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবেন।
খান ইউনিসে নিহত ৭০
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে। গত সোমবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
মন্ত্রণালয় জানায়, গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি বাহিনী বলছে, মানবিক জোন হিসেবে চিহ্নিত এলাকা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে। তারা সেখানে অভিযান চালাবে বলে খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে সাধারণ মানুষকে অন্যত্র চলে যেতে বলেছে।
জ্বলছে ইয়েমেনের বন্দর
ইয়েমেনের হোদাইদা বন্দরের বিশাল আগুন এখনো নেভানোর চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত শনিবার হুতিদের নিয়ন্ত্রিত হোদাইদা বন্দরে তেলের ট্যাংক ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। এটি ইয়েমেনে ইসরায়েলের প্রথম হামলা।
342/