সূত্র : ABNA
রবিবার
২৯ সেপ্টেম্বর ২০২৪
১০:০৪:২৯ AM
1489583
লেবাননে জায়বাদী ইসরাইলে অপরাধযজ্ঞ ও শহীদ নাসরুল্লাহ হত্যার নিন্দায় হাওযা ইলমিয়া কোমের ছাত্র-শিক্ষকদের সমাবেশ (সচিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননে জায়নবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ এবং হিজবুল্লাহ বাহিনী প্রধান শহীদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে হাওযা ইলমিয়া কোমের ছাত্র ও শিক্ষকরা কোমের ফাইযিয়া মাদ্রাসায় বিক্ষোভ সমাবেশ করেছে, এ সময় বিপুল সংখ্যক সাধারণ জনতাও তাদের সাথে এ বিক্ষোভে অংশগ্রহণ করে। সমাবেশ শেষ বিক্ষোভ র্যালীতে অংশগ্রহণ করে উপস্থিত জনতা ও হাওযা ইলমিয়ার ছাত্র ও শিক্ষকরা।#