আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির বিভিন্ন বাণী ও বক্তব্যগুলো প্রকাশ ও তা সংরক্ষণ বিষয়ক দফতরের কর্মকর্তা মেহেদি ফাদায়েলি বলেছেন, "বিসমিল্লাহির রহমানির রাহিম" দিয়ে শুরু হওয়া এক্স সোশ্যাল নেটওয়ার্কে ইরানের সর্বোচ্চ নেতার হিব্রু ভাষার অ্যাকাউন্টের কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনের মাথায় এটি বন্ধ করে দেয়া হয়েছিল।
এই পদক্ষেপের পর, এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের প্রতিবাদের মুখে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার হিব্রু অ্যাকাউন্টটি ফিরিয়ে দেয়া হয়।
উল্লেখ্য যে, গত ৮ ফেব্রুয়ারি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটাও মত প্রকাশের স্বাধীনতার নীতির বিরুদ্ধে গিয়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ইসলামি বিপ্লবের নেতার পেজ ব্লক করে দেয়।
ইসলামি বিপ্লবের নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক অ্যাকাউন্টগুলো এমন সময় বন্ধ করা হয় যখন সাম্প্রতিক বছরগুলোতে পাশ্চাত্যের বহু ব্যক্তিত্ব, কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসলামভীতি ছড়োনোর পাশাপাশি ইসলামের নবী ও পবিত্র গ্রন্থের অবমাননা করেছে। #
342/