ইসরাইলের টিভি চ্যানেল-থার্টিন শনিবার বলেছে, সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শেষ করার পথে রয়েছে। তাদের দাবি সেখানে তাদের ৯০ শতাংশ অভিযান শেষ হয়েছে। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।
পশ্চিম এশিয়া বিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফায়েজ দাওয়েরি আল-জাজিরা টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাত্কারে বলেছেন, লেবাননের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরাইলের বিভিন্ন মহল থেকে যে কথা বলা হচ্ছে তার সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের মিল নেই। কয়েক দিন আগেও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি লেবাননে অভিযান জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন। এর অর্থ হলো ইসরাইল লেবাননে তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
ফায়েজ দাওয়েরি আরো বলেছেন, লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও হিজবুল্লাহর অভিযান অব্যাহত রয়েছে, তাদের প্রতিরোধ থামেনি। গাজা উপত্যকার মতো লেবাননেও প্রতিরোধ থামেনি।
তিনি বলেন, হিজবুল্লাহ তেল আবিবে ইহুদিবাদীদের উপর বেদনাদায়ক আঘাত করেছে এবং মাঝে মধ্যেই বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।
পশ্চিম এশিয়া অঞ্চলের আরেক সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার ইলিয়াস হানা বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযান সফল হয়নি। এ কারণেই তারা সেখান থেকে পিছু হটতে চাচ্ছে।#
342/